কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামে জমি নিয়ে বিরেধে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন - ইউপি সদস্য রোকন উদ্দিন, পারভেজ ও শাহাবুদ্দিন। তারা মেঘনা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে মাসুদ রানা নামে একজন বাদী হয়ে মেঘনা থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মেঘনা থানার ওসি জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন।