নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে দুরাকুটি মোড়ে ধাইজান নদীতে জরাজীর্ণ লোহার সেতু দিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। বিকল্প কোনো সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই এলাকাবাসীকে চলাচল করতে হচ্ছে। স্থানীয়রা জানায়, ধাইজান নদীতে নির্মাণ হচ্ছে ৫৮ মিটার দীর্ঘ ব্রিজ। ২০২২ সালে নির্মাণ কাজ শুরু হলেও চলছে ধীরগতিতে। এতে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে।