যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ও বাহাদুরপুরে শুক্রবার রাতে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। রাত ১১টার দিকে চুড়ামনকাটি বাদিয়াটোলা গ্রামে মেহের আলী (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মেহের আলী ওই গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি কুয়েতে থাকতেন। গত ২৬ জুলাই দেশে ফেরেন।
কুয়েতে যাওয়ার আগে মেহের আলী বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন জানা গেছে। একই রাতে সদর উপজেলার বাহাদুরপুর আড়পাড়ায় জাহাঙ্গীর আলম মিঠু (৩২) নামে আরেক ব্যক্তি খুন হন। তিনি ওই গ্রামের
মোদাচ্ছের আলীর ছেলে। গতকাল ভোর ৬টার দিকে মাঠে কাজ করতে গিয়ে এলাকাবাসী মিঠুর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন। তিনি টাইলস মিস্ত্রির কাজ করতেন। যশোর কোতোয়ালি থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, দুটি হত্যার কারণ ও খুনিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।