ধর্মীয় সম্প্রীতি রক্ষা, মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন যুবদল এবং শ্রমিক দল নেতারা।
গতকাল রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকার রুকন নগরীর হরিজন পল্লীতে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। নগরীর শান্তি-সম্প্রীতি রক্ষায় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের জানমাল ও সম্পদ রক্ষায় যুবদল প্রস্তুত রয়েছে বলে সভায় জানানো হয়। অন্যদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল দুপুরে জেলা জামায়াত টাঙ্গাইল প্রেস ক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির আহসান হাবীব মাসুদ, জামায়াত নেতা হুমায়ুন কবীর, শহিদুল ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ।