বেনাপোল বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরেছে। পুরোদমে চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম। গত সপ্তাহজুড়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বৃহস্পতিবার থেকে কার্যক্রম শুরু হয়। ব্যবসায়ীরা বলছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হলে ব্যবসার পরিবেশ শতভাগ ফিরে আসবে দেশের বৃহত্তম এ স্থলবন্দরে।
বেনাপোল বন্দর পরিচালক, কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতারা গত বুধবার পেট্রাপোল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বন্দরের কার্যক্রম চালুর অনুরোধ জানান। এরপর পেট্রাপোল কাস্টমস, বন্দর ও সিঅ্যান্ডএফ এজেন্ট গত বুধবার বিকালে যৌথ আলোচনায় বাংলাদেশে তাদের পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে পাঠাতে সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সকাল থেকে চালু হয় ব্যস্ততম এ বন্দরের কার্যক্রম।