পদত্যাগ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর-ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে গতকাল পদত্যাগপত্র জমা দেন তিনি। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে ভিসি ফরিদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখন শিক্ষার্থীরা প্রোভিসি ও ট্রেজারারসহ অন্য দায়িত্বে থাকা ব্যক্তিদের দ্রুত পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
এর আগে ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সব সদস্য, হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট সবাই রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন।