চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুরে ডাকাত সন্দেহে দলবদ্ধ পিটুনিতে রায়হান আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রায়হান শিবগঞ্জের শেরপুর ভান্ডার গ্রামের রাজিবুল হকের ছেলে। স্থানীয় ইউপি সদস্য শাহজালাল আলী জানান, সম্প্রতি তাদের এলাকায় ডাকাতি করে একটি মোটরসাইকেল নিয়ে যায় রায়হান। বিষয়টি জানাজানির পর স্থানীয়রা শুক্রবার গভীর রাতে রায়হানের বাড়িতে যায়। রায়হান বিষয়টি টের পেয়ে চোরাই মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে লোকজন তাকে ধাওয়া করে পিটুনি দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। গ্রাম পুলিশের সহায়তায় লাশ গতকাল সকালে শিবগঞ্জ থানায় পৌঁছে দেওয়া হয়।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল কুমার দেবানাথ জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। লাশ মর্গে পাঠানো হয়েছে।