নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে যুবলীগ নেতা পারভেজ গুম ও হত্যা, চাষাঢ়ায় ১৬ জুনের বোমা হামলা এবং ত্বকী হত্যা নিয়ে কথা বলতে দেখা গেছে জুয়েলকে। সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে অজ্ঞাত কয়েকজনকে দেখা যায় জুয়েলকে জিজ্ঞাসাবাদ করতে। তারা কারা সে ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। জুয়েলকে কিছুটা ভিতসন্ত্রস্থ মনে হয়েছে।
ভিডিওতে জুয়েল বলেন, পারভেজের গুম আমাদের দলের থেকেই হয়েছে। এখানে শামীম ওসমানের নাম এসেছে। পারভেজের হত্যা শামীম ওসমান করিয়েছেন এমনটা চাউর রয়েছে আমাদের মধ্যে।