বগুড়ার ১২ উপজেলার ১২ থানায় পুলিশ কার্যক্রম শুরু করলেও থানার বাইরে তেমন কোনো কার্যক্রম পরিচালনা করছে না। সীমিত আকারে সেনা সদস্যদের সহযোগিতা নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানার মূল ভবনে অগ্নিসংযোগ করায় ও থানার কার্যক্রম পরিচালনার মতো কোনো পরিবেশ না থাকায় এসপি অফিসের পাশের ডিবি কার্যালয়ে সদর থানার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখনো স্বাভাবিক হয়নি জেলা শহরের আটটি পুলিশ ফাঁড়ির কার্যক্রম। এ ছাড়া বগুড়ার সদর থানা থেকে ৩৭টি অস্ত্র লুট হয়েছিল তার মধ্যে ১০টি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিভিন্ন উপজেলা পর্যায়ে থানা ও পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করে। এ সময় লুটপাটের ঘটনা ঘটে। লুট হয়ে যায় থানার ডেস্কটপ, ল্যাপটপ, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, অস্ত্র ও পুলিশি কাজের যানবাহন, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র। আগুনে পুড়েছে বগুড়া সদর থানা, দুপচাঁচিয়া থানা, বগুড়া সদর ফাঁড়ি, বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ি। ৫ আগস্ট বিকালে বগুড়া সদর থানায় আটকেপড়া ৩০ পুলিশ সদস্যকে ছাত্র-জনতার রোষানল থেকে সেনা সদস্যরা উদ্ধার করে নিয়ে যায়। আটকেপড়া পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যাওয়ার পরপরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানার সবকিছু ভেঙেচুরে লুটপাট করে আগুনে পুড়িয়ে দেয়। রাত ১১টা পর্যন্ত বগুড়া সদর থানার আগুন জ্বলতে দেখা যায়। প্রায় পাঁচ দিন পর সীমিত আকারে কর্মে ফিরেছে পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যরা। থানায় ফেরার পর বগুড়া সদর থানা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আগুনে পুড়ে যাওয়া দেয়ালে পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। থানার ভিতরে পুড়ে কয়লা হওয়ায় টেবিল, চেয়ার ও অন্যান্য জিনিসপত্রের ছাই বের করা হচ্ছে। এদিকে এখনো স্বাভাবিক হয়নি জেলা শহরের আটটি পুলিশ ফাঁড়ির কার্যক্রম। পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু না হওয়ায় এলাকাগুলো রাতে থাকছে অরক্ষিত। রাতে ছিনতাই ও চুরির আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সদর থানা পরিষ্কারের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে বগুড়া সদর থানার কার্যক্রম শুরু করা হবে। যদিও এখন সীমিত আকারে কাজ চলছে। পরিস্থিতি বুঝে আবারও আগের মতো দেশের কল্যাণে কাজ করবে পুলিশ। বিগত সময়ে বিশেষ একটি দলের জন্য যে ভুল হয়েছে তা পুলিশ আর করবে না।
এখন পুলিশ জনতার জন্য কাজ করবে। বগুড়ার সদর থানা থেকে ৩৭টি অস্ত্র লুট হয়েছিল তার মধ্যে ১০টি পাওয়া গেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি সাইহান অলিউল্লাহ।