দেশের বিভিন্ন স্থানে সন্দেহবশত চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের এসআই আরিফ হোসেন লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাদের উভয়ের বয়স ৩৫ বছর। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেন টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মো. মুস্তাফিজুর রহমান। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যায় ওই দুই যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে বাসে ছিনতাইয়ের চেষ্টা করছিলেন।
রংপুর : বদরগঞ্জে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে আয়নাল হক (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মালতোলা নদীরপাড় গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ লোকজন আকতারুল নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। ওসি আবু হাসান কবির বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা করেছেন। আটক আকতারুলকে আদালতে পাঠানো হয়েছে।
নাটোর : গুরুদাসপুরে চোর সন্দেহে উজির আলী (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের বীরবাজার এলাকায় সড়কের পাশে গতকাল তার লাশ পাওয়া যায়। উজির আলী সিংড়া উপজেলার কালিনগর গ্রামের খোরশেদ মাদারের ছেলে। স্থানীয়রা জানান, নাজিরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবদুল মালেকের ছেলে সাইফুল ইসলাম পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক। ওসি উজ্জ্বল হোসেন জানান, লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।