পার্বত্য জেলা খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন মন্দিরে গিয়ে কমিটির সঙ্গে মতবিনিময় ও সম্প্রীতি সভা করেছে বিএনপি। জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আবদুল ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে জেলার প্রতিটি উপজেলায় মাঠে কাজ করছেন বিএনপি নেতা-কর্মীরা। এর ধারাবাহিকতায় গতকাল জেলা সদরের শান্তিনগর গীতা আশ্রম মন্দির, আনন্দনগর ভূবনেশ্বর কালী মন্দির, কৈবল্যপীট রাধা মাদব মন্দির, রূপনগর অনুকূল ঠাকুরের সৎসঙ্গ মন্দির কমিটির নেতারা আলোচনায় অংশ নেন।
শালবাগানের শ্যামা কালী মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে তাদের মতবিনিময় ও আলোচনা সভা হয়।
এ সময় জেলা বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক আশোক মজুমদার, পৌর বিএনপি সভাপতি আ. রব রাজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি সাধন পাল, ব্যবসায়ী দীপঙ্কর দে প্রমুখ উপস্থিত ছিলেন ।