পিরোজপুরে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সঙ্গে হিন্দু সম্প্রদায়ের এক বিশেষ সভা গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পিরোজপুরে দায়িত্বরত সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, এনএসআই-এর জয়েন্ট ডাইরেক্টর আবদুল কাদের, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ প্রমুখ।