ঘরে আগুন দিয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (কামাল) আকনকে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল তিনি আমতলী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন। এ ঘটনার দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। লিখিত বক্তব্যে আবুল কালাম আকন বলেন, আমতলী পৌরসভার চাওড়া এলাকার কিছু জমি নিয়ে শহীদুল্লাহর সঙ্গে তার বিরোধ চলছিল। এ ঘটনায় ২০২১ সালে আমতলী সহকারী জজ আদালত বরগুনায় মামলা হয়।