নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের পাঠানটুলী এলাকায় একটি ঝুটের গুদামে গতকাল বিকালে অগ্নিকান্ড ঘটেছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পাঠানটুলীতে আমির হোসেনের ঝুটের গুদামে আগুন ধরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎস।