বগুড়ার ১২ থানার কার্যক্রম শুরু হলেও গতি ফেরেনি এখনো। শুধু কয়েক ঘণ্টা চালু রাখা হয়েছে থানার কার্যক্রম। এদিকে বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ৩৭টি অস্ত্রের মধ্যে ১১টি উদ্ধার হলেও বাকি ২৬টি অস্ত্রের হদিস পাচ্ছে না পুলিশ। পুলিশ বলছে, লুট হওয়া আরও ২৬টি অস্ত্র শিগগিরই উদ্ধার করা হবে। জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকালেই বগুড়া সদর থানা, সার্কেল অফিস, ট্রাফিক পুলিশ বক্স, সদর পুলিশ ফাঁড়ি, ট্রাফিক অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। পুড়িয়ে দেওয়া হয় শত শত গাড়ি। গণবিক্ষোভের মুখে থানা রেখে নিরাপদে চলে যায় পুলিশ। থানা মোড়ের এ স্থানটিতে এখনো ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ চলছে। আগুনে পুড়ে যায় অনেক মামলার নথি এবং অবকাঠামো। গতকাল বাদ জুমা প্রধান ফটকের সামনে দেখা যায় বেশ কয়েকজন আনসার সদস্য পাহারা দিচ্ছেন। ভিতরে ঢুকতেই চোখে পড়ে থানা কম্পাউন্ডে পুড়ে কঙ্কাল হওয়া চারটি পুলিশ ভ্যান, পড়ে আছে বেশ কিছু পোড়া মোটরসাইকেল। এদিকে গত ৫ আগস্টের ঘটনায় বগুড়া সদর থানার ৩৭টি অস্ত্র লুট হওয়ার ঘটনায় উদ্ধার হয়েছে মাত্র ১১টি। এর মধ্যে বগুড়া সান্দারপট্টি থেকে ৫টি, চেলোপাড়া থেকে ৩টি ও অজ্ঞাত স্থান থেকে ৩টি উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে। বাকি ২৬টি অস্ত্র এখনো উদ্ধা হয়নি। এ কারণে বগুড়াজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বগুড়াবাসী বলছেন, অস্ত্রগুলো উদ্ধার না হলে অপরাধীরা যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। গণবিক্ষোভের সময় শেরপুর থানায় আক্রমণ হলেও ভাঙচুর কিংবা পোড়ানোর ঘটনা ঘটেনি। তবু এ থানায় কাজকর্মে গতি আসেনি। গত বৃহস্পতিবার সেখানে জিডি করতে আসেন হাফিজা বেগম নামে এক নারী। ডিউটি অফিসারের কক্ষে কিছুক্ষণ অপেক্ষা করেও জিডি করতে পারেননি। পুলিশের পক্ষ থেকে পুরোপুরি থানার কার্যক্রম শুরুর দাবি করা হলেও গতি না ফেরার চিত্র দেখা যায় এ থানায়ও।
শিরোনাম
- আবারও অবসরের ঘোষণা পাকিস্তানি অলরাউন্ডারের
- আ. লীগ গত ১৫ বছর জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম
- দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত প্রোটিয়াদের
- ডুয়েটের ১৪ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- বিএনপি নেতা ইকবালকে দল থেকে বহিষ্কার
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
- সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা
- মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা
- রাজধানীতে র্যাব পরিচয় দেওয়া ৫ ডাকাত গ্রেফতার
- মধ্যরাত থেকে পড়তে পারে ঘন কুয়াশা
- অন্তর্বর্তী সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- বেনাপোল দিয়ে এলো ৪৬৮ টন আলু
- শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
- সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের
- ‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’
- ট্রিপল মার্ডার মামলায় আওয়ামী লীগের ৪ নেতা ঢাকায় গ্রেফতার
- ‘বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে’
- পাহড়ে মাশরুম চাষে সফল উদ্যোক্তা হারুন
- ‘বেশি দরদ লাগলে হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করুন’