তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহর মৃতু্যুতে গাইবান্ধায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল গাইবান্ধা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কমিটি গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন লাকুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অধ্যাপক মাযহারুল মান্নান, আমিনুল ইসলাম গোলাপ, মিহির ঘোষ, ময়নুল হক রাজা, ওয়াজির রহমান র্যাফেল, জিয়াউল হক জনি, অধ্যাপক মনতাজুর রহমান বাবু, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু প্রমুখ।
সভা পরিচালনা করেন কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন। সভা শুরুর আগে প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ স্মরণে কালো ব্যাজ ধারণ, প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।