কুড়িগ্রামের চিলমারীতে ‘সবুজ উৎসব-২০২৪’ পালন হয়েছে। এ উপলক্ষে চিলমারী উপজেলার ফকিরের হাট উচ্চবিদ্যালয় মাঠে গতকাল সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে ৬০০ আমের চারা বিতরণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট চেয়ারম্যান খোরশেদ আলম, অরণ্যের উপদেষ্টা নুর আমিন, সাধারণ সম্পাদক জামিউল ইসলাম জুহান প্রমুখ। বক্তারা জানান, গাছ আমাদের উপকারী বন্ধু। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের বিকল্প নেই। প্রত্যেকের উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। গাছ লাগানোর পাশাপাশি সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণে লাগামহীন বৃক্ষনিধনও বন্ধ করতে হবে জানানো হয়।
ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে গাছে থাকা বিভিন্ন ব?্যানার, ফেস্টুন ও পেরেক অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।