বরগুনার আমতলীতে মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহতের বড় ভাই গোলাম কবির বাদী হয়ে বুধবার রাতে তালতলী থানায় মামলাটি করেন। মরিয়ম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল তাকে সোপর্দ করলে বিচারক জেলহাজতে পাঠান।
মামলার বাদী বলেন, আমার ভাইকে আকলিমা ও তার সহযোগীরা গত মঙ্গলবার সরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছে। ওসি শহীদুল ইসলাম খান বলেন, এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।