গাইবান্ধা আদালত প্রাঙ্গণের সব অনিয়ম-ঘুষ-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। এ সময় বক্তারা স্বাধীন কমিশন গঠন করে বিচার বিভাগের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। গতকাল সকালে জেলা আদালত প্রাঙ্গণে ‘আইনজীবী, ল’ক্লার্ক (মোহরার) ও বিচারপ্রার্থী জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার আইনজীবী, ল’ক্লার্ক এবং বিচারপ্রার্থীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বক্তারা জেলা আদালত প্রাঙ্গণে অনিয়ম-ঘুষ-দুর্নীতি বন্ধ করে স্বাধীন কমিশন গঠন করে বিচার বিভাগের ন্যায়বিচার নিশ্চিত, বিচারপ্রার্থী জনগণের হয়রানি বন্ধ এবং নির্দিষ্ট সময় অনুযায়ী মামলার কার্যক্রম সম্পন্নের আহ্বান জানান। এতে সরওয়ার হোসেন বাবুল সভাপতিত্ব করেন।