বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির জরুরি সভা গতকাল আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২ জনকে সদস্য পদ থেকে বহিষ্কারের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। বহিষ্কৃতরা হলেন সাবেক সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, প্রদীপ ভট্টাচার্য্য শঙ্কর, এ এইচ এম আখতারুজ্জামান, জে এম রউফ, আরিফ রেহমান, জি এম সজল, নাজমুল হুদা নাসিম, শফিউল আযম কমল, রাকিব জুয়েল, আবুল কালাম আজাদ ঠান্ডা ও সাজ্জাদ হোসেন পল্লব। আহ্বায়ক কমিটির সদস্যসচিব সবুর শাহ লোটাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় অভিমত ব্যক্ত করা হয়, এক যুগ ধরে ভুয়া নির্বাচনের মাধ্যমে বগুড়া প্রেস ক্লাবের সাবেক কমিটির এ সদস্যরা ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুচর হিসেবে কাজ করছেন। এর আগে সভার শুরুতে দেশের কয়েক জেলার লাখ লাখ বন্যাকবলিত মানুষের প্রতি সমবেদনা জানানো হয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশে অকালবন্যা সৃষ্টির জন্য প্রতিবেশী ভারতের হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।