বগুড়ার নন্দীগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত সোহেলের পরিবারের পাশে দাঁড়ালেন বগুড়া-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন। বুধবার সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নিহত সোহেলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে সাবেক এমপি মোশাররফ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সোহেলের কবর জিয়ারত করেন। এ সময় ফাতেহা পাঠ ও নিহত সোহেলের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
শেষে নিহত সোহেলের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, জহুরুল ইসলাম, আলেকজান্ডার, শফিউল আলম সুমন, আবদুল হাকিম, ইয়াছিন আলী, রেজাউল করিম, গোলাম হোসেন, এনামুল হক বাচ্চু, আবদুর রউফ রুবেল, আরিফুল ইসলাম মজনু, গোলাম রব্বানী, মেহেদী হাসান শাহিন, আবু বক্কর সিদ্দিক রঙিন, আবদুল হাকিম রিন্টু, জুয়েল রানা, মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।