ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল, জুলুম-নির্যাতনসহ বিভিন্ন অপকর্মে জড়িত স্বপন কুমার পালের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। গতকাল সকালে ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের পাচ্চর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। অভিযোগের বিষয়ে স্বপন কুমার পাল বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার বেশির ভাগই মিথ্যা।