বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামছুন্নাহারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তার অপসারণ দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। দুপচাঁচিয়াবাসীর ব্যানারে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা ধরে মানববন্ধনে বক্তৃতা করেন- দুপচাঁচিয়া পৌর বিএনপির সভাপতি আলহাজ মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস সাখিদার, ইউনুস আলী মহলদার, জাহেদুল হক তালুকদার কাজল, এমরান আলী রিপু, রাকিবুল হাসান সনি, ওয়ালিউল ইসলাম পুটু, মেহেদী হাসান, ওয়াসিম মহলদার, তৌফিক আলম, ভুক্তভোগী পরিচ্ছন্নতা কর্মী সাহিদা আক্তার, রাজিয়া সুলতানা, মহসিন আলী, শামছুল হুদা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ডা. শামছুন্নাহার গত ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে ডাক্তারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে অন্যত্র বদলি করেন। অন্যায়ের প্রতিকার চেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাঈদ মো. আবদুল্লাহ আল হানিফ, সহকারী সার্জন ডা. এ এইচ এম তনয় মোস্তাফিজসহ ২০ জন চিকিৎসক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বরাদ্দকৃত তহবিল এলেও পৌরসভার কর্মী দিয়ে পরিচ্ছন্নতা করে ওই অর্থ আত্মসাৎ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এ ছাড়া নিয়মবহির্ভূতভাবে মাঠকর্মী রবিউল ইসলামকে স্টোর কিপারের দায়িত্ব দিয়ে ভুয়া ভাউচারে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।