কুষ্টিয়ার দৌলতপুরে ভ্যানের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির জেরে এক ভ্যানচালকের ঘুসিতে বারু প্রামাণিক (৬৫) নামে আরেক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল উপজেলার আল্লারদর্গা বাজারে এ ঘটনা ঘটে। বারু প্রামাণিকের বাড়ি দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামমনাই গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানচালক বারু প্রামাণিক ব্যাটারিচালিত পাখি ভ্যান নিয়ে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অন্য পাখি ভ্যানচালক রজত আলীর (২৮) চলন্ত ভ্যানের সঙ্গে তার ভ্যানের ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রজত আলী বারুর মুখে ঘুসি মারে। ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত ভ্যানচালক রজত আলীকে আটক করা হয়েছে।