বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক থেকে অনিবন্ধিত, ভুয়া নার্স ও মিডওয়াইফ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলসহ স্মারকলিপি প্রদান করেছে চুয়াডাঙ্গার নার্সিং শিক্ষার্থীরা। গতকাল সকালে সদর হাসপাতাল চত্বর ও বাইরের সড়কে এ কর্মসূচি করা হয়। পরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন বরাবর স্মারকলিপি দেয় বিক্ষোভকারীরা। এ সময় তারা সিলেটে নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তৃতা করেন নার্সিং শিক্ষার্থী শাকিল আহমেদ, গিয়াস উদ্দিন, সুমাইয়া ইয়াসমিন, জাকিয়া সুলতানা, আরিফ হোসেন, শামীম রেজা, রিয়া মন্ডল, মাহবুব হোসেন, নিলুফা ইয়াসমিন প্রমুখ। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন থেকে দেশের বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে অনিবন্ধিত, ভুয়া নার্স ও মিডওয়াইফরা দায়িত্ব পালন করছে। এতে রোগীদের জীবন বিপন্ন হয়ে পড়ছে। যার দায় এসে পড়ছে বৈধ নার্স ও মিডওয়াইফদের ওপর। এ জন্য সারা দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে অনিবন্ধিত, ভুয়া নার্স ও মিডওয়াইফ নির্মূল করতে হবে।