মামলা দিয়ে হয়রানি এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। শহরের কাজীর মোড়ে নিজ বাসায় সংবাদ সম্মেলনে গতকাল এ অভিযোগ তোলেন জুমাতুল এম ইসলাম সৌরভ নামে এক ব্যক্তি। লিখিত বক্তব্যে সৌরভ বলেন, নওগাঁ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের কিউরেটর ডাক্তার আবু জার গাফফার তার ভগ্নিপতি।
তিনি আমার পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলের জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে একাধিক বার আমাকে হত্যাচেষ্টা করেছেন। ভগ্নিপতির কুপরামর্শে মাকে বাদী করে আমার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা’ মামলা দেয়। ওই মামলায় আমাকে ২১ দিন জেল খাটতে হয়েছে। সবশেষ ৫ আগস্টও আমাকে হত্যার চেষ্টা করা হয়। আমি পরিবার নিয়ে প্রাণের সংশয়ে আছি। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। এ সময় ভুক্তভোগীর ছেলে ও চাচাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।