কক্সবাজারের চকরিয়ায় ২০০৯ সালের ১ জানুয়ারি ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগে সাবেক দুই এমপিসহ ৩৯ জনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করা হয়েছে। বুধবার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা আলী হায়দার বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। ঘটনা সংঘটিত হওয়ার ১৬ বছর পর দায়ের করা এ মামলায় আসামি করা হয় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম, কল্যাণ পার্টির সভাপতি ও এ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীককে। এ ছাড়া মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচি, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীন এবং বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউল আলমসহ ৩৯ জনের নাম উল্লেখ করে আরও ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আদালত বাদীর অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলে পিআইবিকে নির্দেশ দিয়েছেন।
চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাডভোকেট মিফতাহ উদ্দিন আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বাদীর আরজিতে উল্লেখ করা হয়, উপজেলার চরণদ্বীপ মৌজার ২০০ একর চিংড়ি ঘেরে সাবেক এমপি জাফর আলমের নেতৃত্বে ২০০৯ সালের ১ জানুয়ারি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় চিংড়ি ঘেরে লুটপাট চালানো হয়।