চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন চিকিৎসকরা। আড়াই শ শয্যার জেলা হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজের ব্যানারে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ডা. ময়েজ উদ্দিন, ডা. এস এম মাসুদ পারভেজ, ডা. মাহমুদুর রশিদ, ডা. মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
, ডা. আবদুস সামাদ, ডা. মাহফুজুর রহমান, ডা. নাসির উদ্দিন, ডা. আল মামুন, ডা. মোসফিকুর রহমান। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে রাজশাহীতে খুন হন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী। এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।