বগুড়ার শেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তাদের কাছ থেকে একাধিক পত্রিকার ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। এ ছাড়া ওই সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের আরও চার সদস্য পরিস্থিতি বেগতিক দেখে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল সকালে শেরপুর থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে। উপজেলার খানপুর ইউনিয়নের শুভলি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফারজানা ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আটক ব্যক্তিরা হলেন- আবদুল হালীম (৪০), মোক্তার সেখ (৩৯) ও রায়হান পারভেজ কমল (৩৯)। মামলায় আটক ওই তিনজন ছাড়াও উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী ঘুটুবটতলা গ্রামের মাসুদ রানাসহ (৩০) অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে। ওসি এস এম রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আটককৃতদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।