চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ও অফিস সহায়ক মো. হাসিব আহম্মদ রজবের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ এনে তাদের অপসারণের দাবি জানানো হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে বৈষম্যবিরোধী সাংস্কৃতিক শিল্পী সমাজ সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে সাধনা শিল্পী গোষ্ঠীর পরিচালক এহতেশাম উল বাবলু অভিযোগ করে বলেন, ফারুকুর রহমান ও অফিস সহায়ক হাসিব আহম্মদ রজব দায়িত্বের অপব্যবহার, মনগড়া ভুয়া বিল তৈরির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎসহ প্রতিষ্ঠানে মাদক সেবন, ছাত্রীদের কুপ্রস্তাবসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন।