বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর ১৭ জন শহীদ হয়েছেন। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫ শতাধিক। বরিশালের উজিরপুরে গত শুক্রবার দলের গণসমাবেশে এ তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি এসহাক মুহাম্মদ আবুল খায়ের। কেন্দ্র ঘোষিত নয় দফা বাস্তবায়নে এ গণসমাবেশ হয়।
প্রধান অতিথি মুফতি এসহাক মুহাম্মদ আবুল খায়ের বলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সব আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখা সভাপতি মাওলানা শাহ আলম সমাবেশে সভাপতিত্ব করেন।