বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেছে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী। শহরের আলীপুর গোরস্তান মসজিদ সংলগ্ন এলাকায় গতকাল মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ। ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ দেশটাকে এমন জায়গায় দাঁড় করিয়েছিল, যেখানে মানুষের কথা বলার অধিকার ছিল না।