দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বহিষ্কৃত ব্যক্তিকে নিয়ে কর্মসূচি পালন করায় বগুড়ার শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। শনিবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকটে হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এক নোটিসের মাধ্যমে এই তথ্য জানানো হয়। স্বাধীন কুমার কুন্ডু জানান, তিনি এখনো কোনো নোটিস পাননি। শোকজ পেলে লিখিত জবাব দেওয়া হবে।