বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোনাবাড়ী থানার পাশে গুলি করে কলেজ ছাত্র হৃদয়কে (২০) হত্যার মামলায় পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকরাম হোসেন (২২) গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন। নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট কোনাবাড়ী এলাকায় আন্দোলন চলাকালে হৃদয়কে ধরে নিয়ে চড়থাপ্পড় মারে পুলিশ। এ সময় পুলিশ কনস্টেবল আকরাম পেছন দিক থেকে তাকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। জিএমপি কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা বলেন, এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তার করা হবে।