ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী আবুবকর সিদ্দিকের হত্যার পুনঃতদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলের মধুপুরে। গতকাল মধুপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করে স্থানীয় আবুবকর সিদ্দিক স্মৃতি সংসদ। মানববন্ধনে আবুবকর সিদ্দিকের পরিবারের সদস্য, মধুপুর শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, আবুবকর ২০১০ সালের ২ ফেব্রয়ারি স্যার এ এফ রহমান হলের ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে নিজ কক্ষে মাথায় গুলিবিদ্ধ হন। ৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।