দেশ ছেড়ে ভারতের কলকাতা যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ। পৌর মেয়র গতকাল ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে কলকাতা যাওয়ার জন্য ইমিগ্রেশনে আসেন।
এরপর নিরাপত্তা বাহিনী তার যাত্রা বাতিল করে। পরে নেত্রকোনা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নজরুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে তিনবার মেয়র নির্বাচিত হন।
নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, সকালে কলকাতা যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নেত্রকোনায় আনা হয়েছে। তার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা রয়েছে।