মাদারীপুরে দুধখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহসিন আকনকে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে নিহতের স্বজন ও দুধখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশ নেয়। জমি নিয়ে বিরোধের জেরে সাবেক ইউপি সদস্য মহসিন আকনকে হত্যা করা হয়।
এই হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান নিহতের স্বজন ও এলাকাবাসী।