ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি একাধিক হত্যা ও মাদক মামলার আসামি অলি মুন্সিকে গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে শহরের জেলা প্রশাসক কার্যালয় সামনের সড়কে গ্রামবাসী এ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
মানববন্ধনে বক্তৃতা করেন- জামশেদ সর্দার, তাজু সরদার, কাইতলা উত্তর ইউনিয়নের সদস্য মো. মুসা, মো. জাকির, আবু হানিফ, যুবদল নেতা কবিরুল ইসলাম কবির, ব্যবসায়ী তানভীর হোসেন সাগর, মোহাম্মদ বশির মুন্সী, সজিব মুন্সি, জহির মুনশি প্রমুখ।