লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আজাদনগর ব্রিজ এলাকায় ভুলুয়া নদীতে অবৈধ বাঁধ অপসারণ করে পানি প্রবাহ নিশ্চিত করতে কাজ করেছে হাজার হাজার মানুষ। গতকাল বেলা ১১টা থেকে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার মানুষ এতে অংশ নেন। মানবসৃষ্ট বন্যা রোধে ভুলুয়া নদীতে থাকা অবৈধ বাঁধ অপসারণে হাই কোর্টের দেওয়া আদেশ বাস্তবায়নে রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল্লাহ বিন শফিকের নেতৃত্বে স্বেচ্ছায় কাজ করতে নামে জনতা। জনস্বার্থে হাই কোর্টে রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ও কমলনগর উপজেলার বাসিন্দা আবদুস সাত্তার পালোয়ান তাদের সঙ্গে ছিলেন। এদিকে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার প্রায় ৩ লাখ মানুষ জলাবদ্ধতার জন্য দুই মাস ধরে দুর্ভোগে রয়েছে। ধীর গতিতে পানি কমলেও কাটছে না মানুষের দুর্ভোগ। এখনো অধিকাংশ মানুষের বাড়ি কোমর পানিতে বন্দি হয়ে আছে। সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল্লাহ বিন শফিক বলেন, হাই কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা ভুলুয়া নদীতে থাকা অবৈধ বাঁধ অপসারণে এসেছি।