মোরেলগঞ্জে হত্যা মামলার আসামিদের হামলায় মানববন্ধন পণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সেনাক্যাম্প ও প্রেস ক্লাবে এ অভিযোগ করেছেন বাদী চিংড়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য জাহানারা বেগম। চিংড়াখালী বাজার এলাকায় বাবুল বক্স হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে গত বুধবার এ হামলা হয়। চিংড়াখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুস সোবাহান বলেন, মানববন্ধনে হামলার কোনো ঘটনা ঘটেনি। পরিদর্শক (তদন্ত) শাহজাহান আহমেদ বলেন, ওই এলাকায় পুলিশের নজরদারি রয়েছে।
বাবুল বক্স হত্যা মামলার এক আসামি গ্রেফতার হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। জাহানারা বেগম বলেন, ৫ আগস্ট রাতে তার বাড়িতে হামলা, ভাঙচুর, লুট ও মারপিটের ঘটনা ঘটে। এতে তার দেবর বাবুল বক্স (৪৮) নিহত হন। এ ঘটনায় ২৬ জনকে আসামি করে মামলা করা হয়। আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবিতে স্বজনরা মানববন্ধনের আয়োজন করেছিল।