গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের চাঙ্গুড়ার সাঁওতাল পল্লীর একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘লাশের সঙ্গে কোনো পরিচয়পত্র বা মোবাইল না থাকায় শনাক্ত করা যায়নি। তবে চেষ্টা চলছে।’
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে চাঙ্গুড়ার সাঁওতাল পল্লীর একটি বাঁশঝাড়ে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।