চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় এক বাড়ি থেকে তানিয়া খাতুন (২২) নামে এক নারী ক্লিনিক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে তানিয়া খাতুনের লাশ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিতা মন্ডল জানান, লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।