সাম্প্রতিক বন্যায় কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খাত। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের, পুকুর ও দিঘি। দুই উপজেলায় মৎস্য খাতে ক্ষতির পরিমাণ প্রায় ২২৫ কোটি টাকা। সব হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় মাছ চাষিরা।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, লাকসাম ও মনোহরগঞ্জে একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে প্লাবিত হয়েছে প্রায় ৮ হাজার ৭৫০টি মাছের ঘের, পুকুর ও দিঘি। এসব জলাশয়ের আয়তন প্রায় ২ হাজার ৪০০ হেক্টর। ভেসে গেছে ১০ হাজার ৬৫৬ টন মাছ ও ১৫০ লাখ পোনা। যার আনুমানিক বাজারমূল্য ২২৫ কোটি টাকা। এ ছাড়া সরকারি একটি মাছের পোনা উৎপাদন কেন্দ্রও প্লাবিত হয়েছে। লাকসাম পৌরসভার ক্ষতিগ্রস্ত খামারি শুকর মিয়া, আফজাল হোসেন, আহছান হাবিব, মোবারক ও আবুল খায়ের জানান, বাপ-দাদার আমল থেকে এরকম ভয়াবহ বন্যা দেখিনি। আমাদের স্বপ্ন শেষ হয়ে গেছে। সব খামারের মাছ পানিতে ভেসে গেছে। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছি। কীভাবে ঋণ শোধ করব এ নিয়ে দুশ্চিন্তায় আছি। আমরা সরকারের সহযোগিতা চাই।
লাকসাম মৎস্য কর্মকর্তা শওকত আলী বলেন, এবার বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খাত।