নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ^তী শীল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াহিদ উজ জামান, মাহমুদা সুলতানা রিমি জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম প্রমুখ।