বগুড়ার শেরপুরে তেলের ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিক নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কারণ অনুসন্ধান করে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র গত শুক্রবার এ তথ্য জানায়। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার না দেওয়ায় মামলা করা সম্ভব হয়নি জানিয়েছে পুলিশ। ইউএনও সুমন জিহাদী জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়াটা জরুরি। প্রাথমিকভাবে দেখা গেছে, সেখানে যারা কাজ করছিলেন তারা ছিলেন শ্রমিক।