সিরাজগঞ্জে শামীম শেখ নামে এক যুবককে অপহরণের পর হত্যার দায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামি ইসমাইল শেখকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে র্যাব বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ইসমাইল সিরাজগঞ্জ শহরের মাহমুদুর মহল্লাহর সাইফুল শেখের ছেলে। র্যাব-১২ কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এ তথ্য জানান।
২০১৬ সালের ২৫ জুন শহরের আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামীম শেখ বকেয়া টাকা উত্তোলনের জন্য উল্লাপাড়া গিয়ে নিখোঁজ হন। পর দিন উল্লাপাড়া থানা পুলিশ বড়হর দক্ষিণ পাড়া থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় শামীমের বাবা শামসুল হক বাদী হয়ে হত্যা মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ইসমাইল শেখসহ চারজনকে আটক করে। পরে আদালত চলতি বছরের আগস্টে চারজনকে আমৃত্যু কারাদ াদেশ প্রদান করেন।