সাতক্ষীরা শহর উপকণ্ঠে মাদকাসক্ত যুবকের হাতুড়ির আঘাতে চুমকি খাতুন নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হাতুড়িপেটা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ইলিয়াস হোসেনকে আটক করেছে র্যাব। গতকাল সকালে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মামলার প্রস্তুতি চলছে।