বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। উপজেলার দরিয়াপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আতাউর রহমান হৃদয় বাদী হয়ে বুধবার রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলাটি করেন। ১৫০ জনের নামোল্লেখ ও দেড় থেকে দু শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন জানান, মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামিদের মধ্যে রয়েছেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছালেক মিয়া, ইউপি চেয়ারম্যান বুলবুল খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, ইসহাক আলী সেবন, মাসুদউজ্জামান মাসুক, আবুল কাশেম শিবলু, হুমায়ুন কবির সৈকত প্রমুখ।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আসামিদের হামলায় শেখ হৃদয়, রুবেল রানা তালুকদার, রাজু মিয়া ও আরমান মিয়াসহ ১০-১২ জন আহত হন।