নাটোরের সিংড়ায় অবৈধ সোতি জালের পাঁচটি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। গতকাল উপজেলার সোনাইডাঙ্গা খাল ও পাটকোল বিলে পাঁচ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় জালে আটকে থাকা প্রায় ১ টন দেশি প্রজাতির জীবিত মাছ অবমুক্ত করা হয়। জানা যায়, নদী বা বিলে পানি আসার পর থেকে কিছু অসাধু ব্যক্তি সোতি, বানাসহ বিভিন্ন অবৈধ পন্থায় মৎস্য শিকার করে আসছিল। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর শুরু থেকেই অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, সাজা ও জরিমানা করলেও বন্ধ হচ্ছে না অবৈধ মৎস্য শিকার। গতকাল সোনাইডাঙ্গা খালে তিনটি ও পাটকোল বিলে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অবৈধ সোতি জালের স্থাপনা উচ্ছেদে কাজ করছে। উচ্ছেদ অভিযান চলমান থাকবে। এর পরেও কেউ সোতি বা বাঁনা দেওয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।