‘আত্মবিশ্বাসই আমাদের শক্তি’ স্লোগানে কিশোরীদের আত্মরক্ষার কলাকৌশলের ওপর ছয় মাসের মার্শাল আর্ট প্রশিক্ষণ শেষ হয়েছে। দিনাজপুর জুবিলি উচ্চ বিদ্যালয় ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের আয়োজনে জেলা শহরের সাতটি স্কুলসহ বিভিন্ন কমিউনিটির কিশোরীদের প্রশিক্ষণ শেষে গতকাল বিতরণ করা হয় সনদ।
প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।
তিনি বলেন, মার্শাল আর্ট প্রশিক্ষণে মূল উদ্দেশ্য সহিংসতা থেকে নিজেদের রক্ষায় মেয়েদের কলাকৌশল রপ্ত করা। মনে রাখবে, নিজেরা সচেতন হলেই আত্মরক্ষার লক্ষ্যে ক্যারাতে প্রশিক্ষণ তোমাদের জীবন আলোকিত করবে। প্রশিক্ষণার্থীদের পক্ষে জুবিলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দৃষ্টি রায় মেঘা জানায়, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা শারীরিক ও মানসিক সহিংসতা প্রতিরোধে সক্ষম হব। বাল্যবিয়ে প্রতিরোধে সোচ্চার থাকব। সমাজের প্রতিবন্ধকতা দূরীকরণে শিশু ও জনগণকে সচেতন করব।
দিনাজপুর ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা রেজাউল ইসলাম, কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন, জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস, ইকবাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমা সুলতানা প্রমুখ।